Thursday, January 20, 2022

৪৩তম বিসিএস প্রিলির ফলাফল চলতি মাসেই প্রথম আলে৷

 ৪৩তম বিসিএস প্রিলির ফলাফল চলতি মাসেই প্রথম আলে৷

চাকরি-বাকরি প্রতিবেদক

৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল এক মাসের কম সময়ের মধ্যে প্রকাশ করা হবে। ফলাফল তৈরির জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট বিভাগ আন্তরিকতা নিয়ে। জোরেশােরে কাজ করছে বলে জানা যায়।

পিএসসির চেয়ারম্যান সােহরাব হােসাইন। প্রথম আলােকে এ তথ্য জানান। তিনি বলেন, ৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এক মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করব। এর আগেও দিয়ে দিতে পারি।'

গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম। বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম,

(ই)পেপার রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

কয়েক দফায় এইবিসিএসের আবেদনের সময় বাড়ানাে হয়েছিল। ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪লাখ ৩৫ হাজার ১৯০টি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় ৪৩তম বিসিএসের আবেদনের সময় বৃদ্ধি করেছিল পিএসসি।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন। ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়ােগ দেওয়া হবে।


No comments:

Post a Comment

ঝড়-বৃষ্টি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় জরুরি ইন্টারনেট টেকনিশিয়ানদের কাজ

  🌩️ ঝড়ের রাতেও থেমে থাকেন না তারা... 🌧️ যখন ঝড়ো হাওয়ায় কাঁপছে শহর, চারপাশ অন্ধকার, তখন অধিকাংশ মানুষ ঘরের ভিতর নিরাপদ আশ্রয়ে। কিন্তু আম...