Wednesday, October 25, 2017

বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মডেল টেস্ট 1. The Origin and Development of Bengali Language গ্রন্থটি রচনা করেছেন– ড. মুহাম্মদ শহীদুল্লাহ ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় √√ হরপ্রসাদ শাস্ত্রী স্যর জর্জ গ্রয়ারসন 2.বঙ্কিমচন্দ্রর চট্রোপাধ্যায়ের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র কোনটি? কুন্দনন্দিনী √√ শ্যামাসুন্দরী বিমলা রোহিনী 3.গীতাঞ্জলীর ইংরেজী অনুবাদ সম্পাদনা করেন — এজরা পাউন্ড টি এস এলিয়ট ডবলিউ বি ইয়েটস √√ কীটস 4.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা- প্রভাবতী সম্ভাষণ √√ জীবন রচিত বেতাল পঞ্চবিংশতি সীতার বনবাস 5. বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি ? লিপিমালা মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং রাজা প্রতাপাদিত্য চরিত্র √√ ইতিহাস মালা 6. বাঙালি মুসলমানদের মধ্যে সর্বপ্রাচীন কবি- সৈয়দ সুলতান শাহ্ মুহম্মদ সগীর √√ আলাওল আব্দুল হাকিম 7.নিচের উদ্বৃতাংশ কবি শামসুর রাহমানের কোন কবিতা হতে নেয়া হয়েছে ? “পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত বুলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশানা উড়িয়ে, দামামা বাজিয়ে দিগি¦দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে।” স্বাধীনতা তুমি গর্জে উঠো স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা√√ গুড মনিং বাংলাদেশ 8.“এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” – এর রচিয়তা – জহির রায়হান গাফফার চৌধুরী শামসুর রাহমান মাহবুব আলম চৌধুরী √√ 9.জাতিবাচক বিশেষ্যের দৃষ্টিান্ত- সমাজ পানি মিছিল √√ নদী 10.ভাববাচ্যের উদাহরণ- • আমি আর গেলাম না • এবার মাছ ধরা যাক √√ • আম বোধ হয় পেকেছে • কুকুর লোকটিকে কামড়াল 11.‘নীল যে অম্বর= নীলাম্বর’- কোন সমাস ? • বহুব্রহী • তৎপুরুষ • কর্মধারায় √√ • অব্যয়ীভাব 12.উপসর্গজাত শব্দটির অর্থ কি ? • অপিচ √√ • অধীত • অজিন • অগ্রজ 13.‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি ? • কাকের নিদ্রায় ন্যায় • অগভীর সতর্ক নিদ্রা √√ • অনিষ্ট চিন্তা • কপট নিদ্রা 14.“ যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার ার তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।”- চলতি ভাষার এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি ? • 2 • 3 √√ • 4 • 5 15.‘পদ্ধতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়- • পদ+ধতি • পৎ+ধতি • পথ+ধতি • পদ্ + হতি √√ 16.শেক্সপীয়রের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন- • ঈশ্বরচন্দ্র গুপ্ত • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর √√ • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 17.রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে ? • কুট, ছুটি ও মুসলমানী গল্প • কাবুলিওয়ালা, মুসলমানীর গল্প ও সমাপ্তি • ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা √√ • সমস্য পূরণ, মুকুট ও সুভা 18. কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয় ? • বেদান্ত চন্দ্রিকা √√ • বেদান্ত গ্রন্থ • বেদান্ত সার • পথ্য প্রদান 19.“রে পথিক! রে পাষাণ! কি লোভে এত ত্রস্তে দৌড়িতেছ ? কি আশায় খণ্ডিত শির বর্শার অগ্রভাগে বিদ্ধ করিয়া লইয়া যাইতেছ? এ শিরে হায় ! এ খন্ডিত শিরে তোমার প্রয়োজন কি ?” উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের ? • রাজসিংহ • পুরুবিক্রম • নবাব সিরাজ-উদ-দৌলা • বিষাদসিন্ধু √√

No comments:

Post a Comment

সামাজীক বিজ্ঞান ইউনিট ২।। ১৮তম NTRCA স্কুল পর্যায় লিখিত প্রস্তুতি।

  ভাষা আন্দোলন বলতে কি বুঝ ? ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর। ভূমিকা :  ‘ ভাষা আন্দোলন ’ বাঙালির মুক্তির সংগ্রামী...