এই পেইজে বিসিএস রিলেটেড এমন কিছু গোছানো ও আপডেট তত্ত্ব, তথ্য এবং উপাত্ত পাবেন যা অন্য কোথাও পাবেন না । তাই যদি মনে করেন এই পেইজের দ্বারা আপনি লাভবান হবেন তাহলে প্রতিটি পোস্ট আপনার ওয়ালে পেতে .. পেইজটিকে ফেবারিট ও See first করুন , রেট ও রিভিউ করুন, এবং পেইজের নোটিফিকেশন ON করুন , নিজের ফ্রেন্ডদের ট্যাগ করুন এবং লাইক, কমেন্ট শেয়ার করে এ্যাকটিভ থাকুন।
Wednesday, October 25, 2017
বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মডেল টেস্ট
1. The Origin and Development of Bengali Language গ্রন্থটি রচনা করেছেন–
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় √√
হরপ্রসাদ শাস্ত্রী
স্যর জর্জ গ্রয়ারসন
2.বঙ্কিমচন্দ্রর চট্রোপাধ্যায়ের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র কোনটি?
কুন্দনন্দিনী √√
শ্যামাসুন্দরী
বিমলা
রোহিনী
3.গীতাঞ্জলীর ইংরেজী অনুবাদ সম্পাদনা করেন —
এজরা পাউন্ড
টি এস এলিয়ট
ডবলিউ বি ইয়েটস √√
কীটস
4.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা-
প্রভাবতী সম্ভাষণ √√
জীবন রচিত
বেতাল পঞ্চবিংশতি
সীতার বনবাস
5. বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি ?
লিপিমালা
মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং
রাজা প্রতাপাদিত্য চরিত্র √√
ইতিহাস মালা
6. বাঙালি মুসলমানদের মধ্যে সর্বপ্রাচীন কবি-
সৈয়দ সুলতান
শাহ্ মুহম্মদ সগীর √√
আলাওল
আব্দুল হাকিম
7.নিচের উদ্বৃতাংশ কবি শামসুর রাহমানের কোন কবিতা হতে নেয়া হয়েছে ?
“পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত
বুলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,
নতুন নিশানা উড়িয়ে, দামামা বাজিয়ে
দিগি¦দিক এই বাংলায়
তোমাকে আসতেই হবে।”
স্বাধীনতা তুমি
গর্জে উঠো স্বাধীনতা
তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা√√
গুড মনিং বাংলাদেশ
8.“এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” – এর রচিয়তা –
জহির রায়হান
গাফফার চৌধুরী
শামসুর রাহমান
মাহবুব আলম চৌধুরী √√
9.জাতিবাচক বিশেষ্যের দৃষ্টিান্ত-
সমাজ
পানি
মিছিল √√
নদী
10.ভাববাচ্যের উদাহরণ-
• আমি আর গেলাম না
• এবার মাছ ধরা যাক √√
• আম বোধ হয় পেকেছে
• কুকুর লোকটিকে কামড়াল
11.‘নীল যে অম্বর= নীলাম্বর’- কোন সমাস ?
• বহুব্রহী
• তৎপুরুষ
• কর্মধারায় √√
• অব্যয়ীভাব
12.উপসর্গজাত শব্দটির অর্থ কি ?
• অপিচ √√
• অধীত
• অজিন
• অগ্রজ
13.‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি ?
• কাকের নিদ্রায় ন্যায়
• অগভীর সতর্ক নিদ্রা √√
• অনিষ্ট চিন্তা
• কপট নিদ্রা
14.“ যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার ার তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।”- চলতি ভাষার এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি ?
• 2
• 3 √√
• 4
• 5
15.‘পদ্ধতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-
• পদ+ধতি
• পৎ+ধতি
• পথ+ধতি
• পদ্ + হতি √√
16.শেক্সপীয়রের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন-
• ঈশ্বরচন্দ্র গুপ্ত
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর √√
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
17.রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে ?
• কুট, ছুটি ও মুসলমানী গল্প
• কাবুলিওয়ালা, মুসলমানীর গল্প ও সমাপ্তি
• ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা √√
• সমস্য পূরণ, মুকুট ও সুভা
18. কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয় ?
• বেদান্ত চন্দ্রিকা √√
• বেদান্ত গ্রন্থ
• বেদান্ত সার
• পথ্য প্রদান
19.“রে পথিক! রে পাষাণ! কি লোভে এত ত্রস্তে দৌড়িতেছ ? কি আশায় খণ্ডিত শির বর্শার অগ্রভাগে বিদ্ধ করিয়া লইয়া যাইতেছ? এ শিরে হায় !
এ খন্ডিত শিরে তোমার প্রয়োজন কি ?” উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের ?
• রাজসিংহ
• পুরুবিক্রম
• নবাব সিরাজ-উদ-দৌলা
• বিষাদসিন্ধু √√
Subscribe to:
Post Comments (Atom)
ঝড়-বৃষ্টি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় জরুরি ইন্টারনেট টেকনিশিয়ানদের কাজ
🌩️ ঝড়ের রাতেও থেমে থাকেন না তারা... 🌧️ যখন ঝড়ো হাওয়ায় কাঁপছে শহর, চারপাশ অন্ধকার, তখন অধিকাংশ মানুষ ঘরের ভিতর নিরাপদ আশ্রয়ে। কিন্তু আম...

-
Chittagong Port Authority Questions Solution: Post: Lower division Assistant Exam has held:17/11/2017 Exam taken by: IBA, DU Exam ...
-
সাঁটলিপি বা শর্ট হ্যান্ড লেখার নিয়ম https://www.youtube.com/watch?v=VZuleboy5dE&feature=youtu.be শর্টহ্যান্ড কাকে বলে ? ...
-
Chittagong Port Authority CPA Job Circular 2021 Application Start Date: Aug. 16, 2021 Application End Date: Sept. 30, 2021 7
No comments:
Post a Comment