Monday, August 16, 2021

 DSCC Exam Question Solution 2021

Organization Name: Dhaka South City Corporation (DSCC)

Post Name & Vacancy:

1. Sub Tax Officer-09
2. License and Marketing Supervisor-08
3. Revenue Supervisor-27
4. Rent Assistant-07
5. Ledger Keeper- 05
Total Vacancy:56
Exam Date: 12 August 16, 2021

পদের নামঃ রেভিনিউ সুপারভাইজার

পূর্ণমান- ৭০

সময়- ঘন্টা

বাংলা অংশ সমাধানঃ 



১। লেখকের নাম লিখুনঃ 

একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম

তেইশ নম্বর তৈলচিত্র -আলাউদ্দিন আল আজাদ 

২। বিপরীত শব্দ লিখুনঃ 

দুর্জনসুজন/ সজ্জন

পন্ড-সফল 

৩। সন্ধি বিচ্ছেদ করুনঃ 

) স্বল্পসু + অল্প 

) আশীর্বাদআশীঃ+বাদ  

৪। শুদ্ধ বানান লিখুনঃ

আকাংখাআকাঙ্ক্ষা 

আনুসাঙ্গিক = আনুষঙ্গিক  

৫। এক কথায় প্রকাশঃ

) যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি 

) অপকার করার ইচ্ছা  = অপচিকীর্ষা 

৬। অর্থসহ বাক্য রচনা করুনঃ

কাক ভূষন্ডী = সম্পূর্ণ ভেজা (বিকেলে খেলতে গিয়ে একেবারে কাক ভূষন্ডী হয়ে বাসায় আসলাম

বিঃদ্রঃ ভূষণ্ডীর কাক অর্থ দীর্ঘায়ু ব্যক্তি 

৭। অনুচ্ছেদ লিখুন (১০ টি বাক্য)

দেশের উন্নয়নে করের ভূমিকা (নিজের মত করে লিখুন

 

ইংরেজি অংশ সমাধানঃ  

৮। Translate the following sentences into English:

) আমি কম্পিউটার চালাতে পারিনা। 

= I do not know how to operate a computer.

) আমাদের সময় নষ্ট করা উচিত না।

We should not waste time. 

৯। Change the following speeches (narration)

a) He said to me, “Thank you.”  

= He thanked me.

b) “Hold your tongues!” he muttered on fiercely. 

= He muttered on fiercely to hold their tongues. 

১০। Change of sentences (as directed):

a) God alone is Almighty (Negative) 

= None but God is Almighty.

b) My mother loves me (Interrogative)

= Does my mother love me?

c) You will shine in life (Optative) 

=May you shine in life. 

১১। Fill in the blanks with an appropriate preposition. 

a) An honest man is true — his word. Ans: to

b) A good student is fond — books. Ans: of

c) Happiness is consists —- contentment.  Ans: of  

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ   

১১। সাধারণ জ্ঞানঃ

() চামড়া শিল্পনগরী কোন স্থান থেকে কোথায় স্থানান্তর করা হয়েছে?

উত্তরঃ হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের বলিয়াপুর ইউনিয়নে চামড়া শিল্প নগরীতে স্থানান্তর করা হয়েছে।  

) মাথাপিছু আয়কে কিভাবে নির্ধারণ করা হয়?

উত্তরঃ সাধারণত বছর নির্দিষ্ট সময়কালে কোনো ভৌগলিক অঞ্চলের অধীনে বসবাসকারী ব্যক্তির জীবনমানের মূল্যায়ন করার জন্য একজন ব্যক্তির দ্বারা অর্জিত গড় আয় নির্ধারণ করাই হলো মাথাপিছু আয়। জনগনের সর্বমোট ব্যক্তিগত আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়

) TIN এর পূর্ণরূপ কী?

= Tax Identification Number

) লালবাগ কেল্লা কে স্থাপন করেন?

শায়েস্তা খান 

) চেক প্রজাতন্ত্রের রাজধানী কোথায়?

= প্রাগ 

 

গণিত অংশ সমাধানঃ   

১২। কোন আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ১২ সেঃমিঃ এবং প্রস্থ সেঃমিঃ। একে বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাঁর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করুন।

উত্তরঃ  

ঘনবস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল = ৫৩৪.২৮ সেমি২  [2πr (r + h)] 

ঘনবস্তুটির পৃষ্ঠতলের আয়তন = ৯৪২.৮৫ সেমি৩ [πr^2h]  

 

১৩। একটি অফিসে জন কর্মকর্তা, জন অফিস সহকারি এবং জন অফিস সহায়ক আছে। জন অফিস সহায়ক টাকা বেতন পেলে জন অফিস সহকারি পান টাকা এবং জন কর্মকর্তা পান টাকা। তাদের সকলের বেতন ,৫০,০০০/- টাকা হলে, কে কত টাকা বেতন পান

উত্তরঃ 

জন অফিস সহায়ক বেতন পান ৬০০০ টাকা 

জন অফিস সহকারী বেতন পান ১২০০০ টাকা

জন কর্মকর্তা বেতন পান  ২৪০০০ টাকা

No comments:

Post a Comment

সামাজীক বিজ্ঞান ইউনিট ২।। ১৮তম NTRCA স্কুল পর্যায় লিখিত প্রস্তুতি।

  ভাষা আন্দোলন বলতে কি বুঝ ? ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর। ভূমিকা :  ‘ ভাষা আন্দোলন ’ বাঙালির মুক্তির সংগ্রামী...