Monday, November 20, 2017

সাঁটলিপি বা শর্ট হ্যান্ড লেখার নিয়ম

সাঁটলিপি  বা শর্ট হ্যান্ড লেখার নিয়ম
https://www.youtube.com/watch?v=VZuleboy5dE&feature=youtu.be



শর্টহ্যান্ড কাকে বলে ?

ইংরেজি Shorthand এর আভিধানিক অর্থ হলো সংকেত লিপি বা সাঁটলিপি। আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে চিঠিপত্র, বক্তৃতা, বিবৃতি ইত্যাদি কম সময়ে নির্ভুলভাবে লেখার জন্য এটা কার্যকরী হাতিয়ার হিসেবে কাজ করছে।
সাধারণ অর্থে, দ্রুত লেখার বিশেষ সংকেত ব্যবহার করে দ্রুত লিপিবদ্ধ করার কৌশলই হলো শর্টহ্যান্ড বা সাঁটলিপি।

ব্যাপক অর্থে, উচ্চারণের ওপর ভিত্তি এবং সাংকেতিক চিহ্ন ব্যবহার করে যেকোনো আলোচনা, পর্যালোচনা, বিবৃতি, ধারাবিবরণী, বক্তৃতা, বির্তক, কথোপকথন ইত্যাদিকে সাধারণ লেখার তুলনায় অধিক দ্রুত গতিতে নির্ভুলভাবে লিপিবদ্ধ করার ব্যবস্থাকে শর্টহ্যান্ড বা সাঁটলিপি বলে।

ভাষাকে লিখিয়া প্রকাশ করিবার জন্য কতক গুলি চিহ্ন বা সংকেত-এর প্রয়োজন সাংকেতিক এই চিহ্ন গুলিকে এক একটিLetter বা বর্ণ বলে
 সাঁটলিপিতে আঁচড় বলে
ভাষাকে লিখিয়া প্রকাশ করিবার জন্য কতক গুলি চিহ্ন বা সংকেত-এর প্রয়োজন সাংকেতিক এই চিহ্ন গুলিকে এক একটিLetter বা বর্ণ বলে

সাঁটলিপিতে আঁচড় বলে সাঁটলিপি আঁচড় ২৪টি।


৩টি বিষয়ের উপর লক্ষ রাখতে হবে -
.      আঁচড় গুলো দেখতে কি রকম? (কার মত)
.     আঁচড় গুলো গতিমুখ জানতে হবে
.    আঁচড় গুলো পরিমাপ জানতে হবে

২৪টি আঁচড়ে ৩ ধরনের গতিমুখ -
১.      উদ্র্ধগামী
২.       নিম্নগামী
৩.     সম্মুখগামী
পরিমাপ ৩ প্রকার -

১.      সাঁটলিপি রেখার সম্পূর্ণ অংশ
২.     সাঁটলিপি রেখার অর্ধেক অংশ
৩.     সাঁটলিপি রেখার এক চতুর্থাংশ 

No comments:

Post a Comment

সামাজীক বিজ্ঞান ইউনিট ২।। ১৮তম NTRCA স্কুল পর্যায় লিখিত প্রস্তুতি।

  ভাষা আন্দোলন বলতে কি বুঝ ? ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর। ভূমিকা :  ‘ ভাষা আন্দোলন ’ বাঙালির মুক্তির সংগ্রামী...