Saturday, January 13, 2018

৮টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিনিয়র অফিসার পদের সমন্বিত পরীক্ষা নিয়ে নিয়ে রীতি মতো প্রহসন চলছে !













একেই কি বলে পরীক্ষা ? 
সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা নিয়ে নিয়ে রীতি মতো প্রহসন চলছে ! কয়েক লক্ষ আবেদন করলেও এ্যাডমিট ওঠাতে পারেনি ৫০% , পরীক্ষার এক সপ্তাহ আগে রিটের মাধ্যমে তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত , ১ দিন আগে সেই রুল উইথ ড্র ! পরীক্ষার হল ব্যবস্থাপনায় ত্রুটি , কোনো সিট প্ল্যান নেই, যে যেখানে বসতে পারে , এক বেন্চে ৫জন! বসার জায়গা নিয়ে পরীক্ষাথীদের মধ্যে মারামারি , প্রশ্ন পত্রের অভাবে কোনো কেন্দ্রে পরীক্ষাই দিতে পারেনি অনেকে , পরীক্ষার রুমে মোবাইল নিয়ে প্রবেশ , সেখান থেকেই ফেসবুকে স্টাটাস দেওয়া!! বাকি টা বুঝে নেন !! রীতি মতো রওশন সার্কাসের মেগা শো চলছে ! একেই কি বলে পরীক্ষা ?
! দেশের নানা প্রান্ত থেকে প্রচন্ড শীতের মধ্যে টিকেট বাতিল করে আবার সেই টিকেট কিনে অনেক ঝক্কি ঝামেলা সহে বিনিদ্র রাত্রি যাপন করে ১৬৬৩ সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা দিতে লক্ষাধিক
স্বপ্নবাজ তরুণ একবুক স্বপ্প নিয়ে গিয়েছিল ঢাকাতে ,কিন্তু পরীক্ষার হল থেকে বের হলো এক বুক হতাশা নিয়ে !
কিন্তু এমন হওয়ার কথা ছিল না । পরীক্ষা ব্যবস্থাপনা ভালো হলে কমপক্ষে ১৭ হাজার পরিবারের মুখে হাসি ফুটত !সে এখন গুডে বালি ! কিছুক্ষন পর বিএসসি গণমাধ্যেমে বিবৃতি দিবে আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হয়েছি !বেকারদের স্বপ্ন আবেগ নিয়ে কোনো খেলা করার অধিকার নেই বিএসসির !
আসলে বাংলাদেশে কেউ ভালো কোনো কিছুকে প্রতিষ্ঠিত হতে দেয় না । বেকারদের দুর্দশা যাতে লাঘব হয় সেজন্য বাংলার মাঠির সন্তান সাবেক গভর্নর আতিউর রহমান বিনামূল্যে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিল , কিন্তু একটি মহলের নিজেদের স্বার্ধ হানী হওয়ায় তারা বিএসসি কে অকার্যকর করার নোংরা খেলায় মেতেছে । আজকের এই প্রহসন সেটির ক্লাইমেক্স মাত্র !
বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন করে বলেছিলেন
হে রবীন্দ্রনাথ ,আপনি এসে দেখে যান
আমার বাঙ্গালী আজ মানুষ হয়েছে !
আমি আজ বলতে চাই
হে বঙ্গবন্ধু , আপনি এসে দেখে যান
আপনার বাঙালী আজ অমানুষ হয়েছে !

এই পরীক্ষা টি সুষ্ঠুভাবে নিতে পারলে বিএসসি হতো বেকারদের আস্থার জায়গা , হিরো অব দ্য ২০১৮ বনে যেত !
ধিক বিএসসি ! ধিক !
আপনারা জেদের বসে একি করলেন ? বিষয় যখন আদালতে গড়ালো , সেঁহেতু ধীরে সুস্থে পরীক্ষা নিতে পারতেন ! পিএসসির কাছ থেকে শিক্ষা নিতে পারতেন !
!যতটি পরীক্ষা নিলেন সব কটায় প্রশ্নবিদ্ধ!

No comments:

Post a Comment

সামাজীক বিজ্ঞান ইউনিট ২।। ১৮তম NTRCA স্কুল পর্যায় লিখিত প্রস্তুতি।

  ভাষা আন্দোলন বলতে কি বুঝ ? ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর। ভূমিকা :  ‘ ভাষা আন্দোলন ’ বাঙালির মুক্তির সংগ্রামী...