Monday, December 4, 2017

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি,বাংলাদেশ বিষয়াবলী

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি,
বাংলাদেশ বিষয়াবলী 
১।পঞ্চবার্ষিক পরিকল্পনা ও ADP কর্মসূচি গ্রহণ করে কে ? 
=NEC 
২। স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় কবে ?
=০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
৩।মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয় কবে কোথায় ?
=১৯ মার্চ, ১৯৭১ গাজীপুরে
৪। “এ দেশের মাটি চাই, মানুষ নয়”- এ উক্তি কার ?
- জেনারেল ইয়াহিয়া খান।
৫।বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে ?
=শহীদুল ইসলাম (লালু) বীর প্রতীক।
৬।বাংলাদেশে কমিউনিটি পুলিশিং চালু হয়
- ২০১০ সালে
৭।মাইক্রোসফট ট্রান্সলেটরে বাংলা ভাষা চালু হয় কবে?
=২০১৭
৮।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিচারপতিদের চাকুরির মেয়াদ কত বছর?
=৬৭
৯।রাষ্ট্রপতি কার কাছে তাঁর পদত্যাগ পত্র জমা দেন ?
= স্পিকার
১০।পাট থেকে পলিথিন ব্যাগ উদ্ভাবন করেছে বাংলাদেশের কে?
=মোবারক আহমেদ

১১।USA এর ওয়াশিংটনে স্থাপিত বঙ্গবন্ধুর ব্রোঞ্জের তৈরি আবক্ষ ভাস্কর্যটির স্থপতি কে?
=স্টিফেন ওয়েটজম্যান।
১২।২০১৭ সালে শান্তিতে নোবেল জয়ী ICAN সংগঠনটির সদস্য পদ লাভ করে বাংলাদেশের কোন সংগঠন?
=CBS
১৩।দেশে নির্মিত সর্ববৃহৎ জাহাজের নাম কী?
=জেএসডব্লিউ প্রতাপগড়।
১৪।বাংলাদেশ LDC ভুক্ত হয় কত সালে?
=১৯৭৫।
১৫। বাংলাদেশের কোন উপজাতির মধ্যে বিবাহ বিচ্ছেদ, বহু বিবাহ , বিধবা বিবাহ প্রচলন আছে ?
=হাজং এর মধ্যে।
১৬।ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর দপ্তরের a2i প্রকল্পে সহায়তাকারী প্রতিষ্ঠান কোনগুলো ?
=UNDP ও USAID.
১৭।"নীল দিগন্ত' পর্যটন কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
=থানচিতে।
১৮।চট্টগ্রামের দু:খ বলা হয় কোনটিকে ?
= চাতখাই খাল
১৯।বাংলাদেশ কত সালে UNESCO এর সদস্যপদ পায়?
= ১৯৭২
২০।Bangladesh Investment & Development Authority (BIDA )এর চেয়ারপার্সন/ সভাপতি কে ?
= প্রধানমন্ত্রী।

No comments:

Post a Comment

সামাজীক বিজ্ঞান ইউনিট ২।। ১৮তম NTRCA স্কুল পর্যায় লিখিত প্রস্তুতি।

  ভাষা আন্দোলন বলতে কি বুঝ ? ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর। ভূমিকা :  ‘ ভাষা আন্দোলন ’ বাঙালির মুক্তির সংগ্রামী...